গত ৪ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার প্রথম পাতায় “সাতক্ষীরা মেডিকেলের দূর্ণীতিবাজ জাহাঙ্গীরের সম্পদের পাহাড়, দুদকের হস্তক্ষেপ কামনা, সাতক্ষীরা শহরে অনুমোদন বিহীন ৪ তলা নির্মাণাধীন বাড়ি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। আমার নিজের মালিকানাধীন কোন ক্লিনিক নেই। সাতক্ষীরা শহরের আমাদের তিনজনের শেয়ারে পৌরসভার অনুমোদিত একটি বাড়ি রয়েছে।
কিন্তু কথিত পত্রিকা সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার সাংবাদিক পরিচয়ে জনৈক রিমু বিভিন্ন অনৈতিক সুবিধা দাবি করে আসছিল। সুবিধা না দেওয়ায় সে আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন তথ্য সম্বলিত সংবাদ ধারাবাহিকভাবে পরিবেশন করিয়ে যাচ্ছে।
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ ন্যূনতম সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশনের দাবি জানাচ্ছি।
প্রতিবাদকারী শেখ জাহাঙ্গীর আলম মেডিকেল টেকনোলজিস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ, হাসপাতাল