ফিচার

তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ

By daily satkhira

January 20, 2026

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে একটি লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত এ ওয়ার্কশপে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ। মাল্টি ইয়ার ইন্টারন্যাশনাল জার্মানি’র অর্থায়নে এবং মুক্তি ফাউন্ডেশনের টুগেদার-২ প্রকল্পের ফোকাল পারসন জোসেফ মন্ডলের পরিচালনায় ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো. রেজাউল করিম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী সুনন্দা ভদ্র, তালা মডেল স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা মো. কবিরুজ্জামান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি দেবোকি রানী।

এছাড়াও ইউপি সদস্যসহ বিভিন্ন পর্যায়ের উপকারভোগীরা ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।