দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে ডা: শহীদুল আলমকে বহিস্কার করা হয়েছে।
২১ জানুয়ারি সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভি স্বাক্ষরিত একপত্রে তাকে বহিস্কার করা হয়।
ডা: শহীদুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৩ আসনে ফুটবল প্রতিক নিয়ে অংশগ্রহণ করছেন।