ফিচার

সাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা

By daily satkhira

January 22, 2026

আশাশুনির বুধহাটা এলাকায় সংবাদ সংগ্রহকালে যমুনা টেলিভশনের সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক আকরামুল ইসলামের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। ঘটনার একসপ্তাহ অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত হামলাকারী মাজেদ গাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যা অত্যন্ত দু:খজনক। অবিলম্বে অভিযুক্ত মাজেদ গাজিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি