ফিচার

আদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংস

By daily satkhira

January 22, 2026

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের মাংস জব্দের পর আদালতের নির্দেশে তা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা বন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর সামনে কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেওয়া হয় উদ্ধারকৃত ১০ কেজি হরিণের মাংস।

বন বিভাগ জানায়, বুধবার (২১ জানুয়ারি) সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনাধীন টেংরাখালী টহল ফাঁড়ির আওতায় ফুট পেট্রলিং চলাকালে একটি ডিঙ্গি নৌকায় পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও মাংসগুলো উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

পরদিন বৃহস্পতিবার জব্দকৃত হরিণের মাংস সাতক্ষীরা বন আদালতে উপস্থাপন করা হলে আদালতের নির্দেশে তা কেরোসিন দিয়ে নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়।

বন বিভাগ বলছে, এভাবে ধ্বংস করার মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করা বন্যপ্রাণীর মাংস পুনরায় বাজারে যাওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে।

এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি চলছে।

সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, হরিণ চোরাকারবারীরা সাধারণ মানুষকে ধোঁকা দিতে হরিণের মাংসের সঙ্গে শুকর কিংবা কুকুরের মাংস মিশিয়ে বিক্রি করে থাকে। এই চক্রকে ধরতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি বলেন তিনি। পাশাপাশি তিনি বন্যপ্রাণীর মাংস কেনাবেচা থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করেন।