ফিচার

সাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By daily satkhira

January 23, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জে ৩২৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ২২ জানুয়ারি ‍বৃহস্পতিবার রাত ৩টার দিকে কালিগঞ্জের বাগবাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৪০), কালিগঞ্জের দাদপুর গ্রামের মোঃ আব্দুর রহিমের পুত্র।

র‌্যাব-৬ সাতক্ষীরার ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ক্যাম্পের একটি দল কালীগঞ্জ থানাধীন বাগবাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ফারুক হোসেনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়।##