ফিচার

কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

By daily satkhira

January 23, 2026

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সিংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেরালাকাতা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা প্রকাশনা বিষায়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, আগামীতে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় এবং আল্লাহতালা যদি আমাকে আপনাদের ভোটের সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে এই কলারোয়াতে একটি মিনি স্টেডিয়াম, একটি বাইপাস সড়ক, অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, এবং কলারোয়া যেহেতু সীমান্তবর্তী অঞ্চল, তাই মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে। নির্বাচনীয় জনসভায় কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, বিএনপি নেতা শহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কেরালকাতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক তাওফিকুর রহমান সনজু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান, স্থানীয় বিএনপি নেতা রাজুসহ জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।