ফিচার

সাতক্ষীরায় সাংবাদিকের উপর নকল সার সিন্ডিকেট হোতার হামলার প্রতিবাদ 

By daily satkhira

January 24, 2026

নিজস্ব প্রতিনিধি :

সংবাদ সংগ্রহকালে যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর নকল সার সিন্ডিকেট হোতা ইউপি সদস্য মাজেদ গাজীর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার কামরুজ্জামান, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, এনটিভির এস এম জিন্নাহ, এ্যশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, ডিবিসির বেলাল হোসেন, স্টার নিউজের গাজী ফারহাদ, কৃষক কাশেম শেখসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় অবৈধভাবে ২৬টির বেশী ভেজাল নকল সারের গোডাউন গড়ে তুলেছেন কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজী। তার স্ত্রী ও দুই পুত্রের নামে বিএসডিসি ও বিসিআইসির পাঁচটি লাইসেন্স একাই পরিচালনা করছেন এই সিন্ডিকেট মাফিয়া। নকল ও ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে মাজেদ গাজী অতর্কিতভাবে হামলা চালিয়ে যমুনা টিভির ক্যামেরা ও মাইক্রোফোন ভাংচুর করে।

মানববন্ধনে বক্তারা হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, শুধু ভেজাল নকল সার জেলায় সরবরাহ নয়, সরকারি সার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে। কৃষি বিভাগ সরাসরি সার সিন্ডিকেটে জড়িত। আশাশুনি কৃষি কর্মকর্তা ওই অঞ্চলে নিয়ন্ত্রণ করছে এই ভেজাল কাণ্ড। গত ১৫ জানুয়ারি সাংবাদিকের উপর হামলা চালালেও কোন পদক্ষেপ কৃষি বিভাগ গ্রহণ করেনি।

তাদের ছত্রছায়ায় কৃষকরা প্রতারিত হচ্ছে দিনের পর দিন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী মাজেদ গাজী ও সহযোগীদের গ্রেপ্তার ও নকল সার সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া না হলে জেলার কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।