কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নবীনগর এলাকার গোয়াল ঘেসিয়া নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হতে পারে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, ঘটনা স্থল থেকে অজ্ঞত ব্যক্তির লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। সাতক্ষীরা জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর কর্মকর্তাদের অভিহিত করা হয়েছে তারা এসে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লাস্টটি সনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।