ফিচার

সাতক্ষীরায় চার ইয়াবা পাচারকারী গ্রেফতার

By daily satkhira

January 26, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় চার ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

সোমবার দুপুরে পৌরসভার গড়েরকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার ইয়াবা কারবারি (ড্রাগ কুইন) মোছঃ আনজু আরার তিনপুত্র আজিজুল ইসলাম, আসিফ হোসেন, আজমির হোসেন এবং একই এলাকার রেজাউল ইসলামের পুত্র মামুন।

সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প জানায়, ইয়াবা কারবারি (ড্রাগ কুইন) মোছঃ আনজু আরা দীর্ঘদিন যাবৎ তার তিন পুত্রকে সঙ্গে নিয়ে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন গোপন সংবাদের সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চার জনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরে বাড়ি তল্লাশি করে কিছু ধারালো অস্ত্র, ইয়াবা এবং গাজা উদ্ধার করা হয়।

সেনা ক্যাম্প জানায়, তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছিল এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ পূর্বেও গ্রেপ্তার হয়েছিল। উদ্ধারকৃত সকল আলামতসহ আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ##