নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা তালা কলারোয়ার বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় প্রকাশন বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব চন্দনপুর নির্বাচনীয় জনসভায় বক্তব্য চলাকালিন সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে চন্দনপুর জনসভা থেকে সাতক্ষীরা ইষরংং হসপিটালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, গতকাল রাত থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সকাল থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও চন্দনপুর জনসভায় মানুষের মানুষের ডল ছিল অনেক।
মানুষের ভালোবাসায় অসুস্থ অবস্থায় তিনি চন্দ্রপুর জনসভায় যোগদান করেন। বক্তব্য চলাকালীন সময় হঠাৎ গুরুতর অসুস্থই পড়েন। এখন তিনি সাতক্ষীরা বিলিস হসপিটালে ভর্তি আছেন।