প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩১ জানুয়ারী) সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে কলেজের আয়োজনে সকাল ১০ হতে এসেট (ASSET) প্রকল্পের অর্থায়নে এ চাকুরী মেলা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩ টায় কলেজের মিলনায়তনে বৈশ্বিক শিল্প বিপ্লবের প্রতিযোগিতায়, “কারিগরি শিক্ষা এবং আমাদের প্রস্তুতি ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তুবা পাইপ এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি আশাউজ্জামান, শহীদ ইলেকট্রডিশন এর প্রোপাইটার মোহাম্মদ শহিদুর রহমান, শফি রেফ্রিজারেশানের প্রোপাইটার হাফিজ শফিউল্লাহ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর চীপ ইন্সট্রাক্টর (ননটেক) মো. আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কলেজের চিফ ইনস্ট্রাক্টর রঞ্জন কুমার সরকার, শেখ আব্দুল আলিম, চিফ ইনস্ট্রাক্টর,মো. শরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর
মো. মোস্তাফিজুর রহমান, মো. শফিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর মেস্তফা বাকীবিল্লাহ, গোলাম রব্বানী, জব প্লেসমেন্ট অফিসার কাজী আসলাম সমাতুল্লাহ, আসাদুজ্জামান, রুদ্র চৌধুরী, ডেইজি সুলতানা, রেজওনা সুলতানা,মিফতাহুল জান্নাত, মল্লিকা পাল প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন চাকুরী প্রদানিচ্ছুক ১৪ টি শিল।প প্রতিষ্ঠানের স্টল স্থান পায়। মেলা ১৯৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮ জন চাকুরী পেয়েছেন।
এছাড়া ৪২ জন চাকুরী প্রত্যাশীকে আশ্বস্ত করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কতৃপক্ষ। মেলা শেষে সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সময়ে শুধু সনদ বা সার্টিফিকেট নয়, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। সরকারি চাকুরী নস খুজে উদ্যোক্তা তৈরী হলে দেশের বেকার সমস্যা দূর হয়ে অর্থনীতিতে শিক্ষিত যুবকরা ভূমিকা রাখবে।