তালা

তালায় কপোতাক্ষ নদের পাড় দখল করে চাষাবাদ!

By Daily Satkhira

July 02, 2017

নিজস্ব প্রতিবেদক : তালা উপজেলার কপোতাক্ষ নদের বেড়িবাঁধ দখল করে দেদারছে সবজিসহ বিভিন্ন ফসলাদি চাষাবাদ করে চলেছে ভূমিদস্যুরা। এক কালের প্রবল স্রোতসিনী নদ কপোতাক্ষ ছিল মৃত প্রায়। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদটি খনন করে বেড়িবাঁধের দু’পাশে খননের স্তুপকৃত মাটি রাখা হয়। সেখানে কতিপয় ভূমিদস্যুরা বেড়িবাঁধের মাটি সমান করে অবাধে বিভিন্ন ফসলের চাষাবাদ করছে। অথচ প্রকল্পের নিয়ম অনুযায়ী কপোতাক্ষ খননের মাটি পাড় থেকে কমপক্ষে একশ’ ফুট দুরে ফেলতে হবে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা না করায় এবং নিয়ন্ত্রণ না রাখায় ভূমিদস্যূরা নদের পাড় অবৈধভাবে দখলের সুযোগ পাচ্ছে। তবে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন বলেন, কেউ কপোতাক্ষ দখল কিংবা নদের পাড় দখল করে চাষাবাদ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তালা উপ-শহরের বুকচিরে প্রবাহিত হয়েছে কবি মাইকেল মধুসুদন দত্তের কপোতাক্ষ নদ। এককালে তালা পাটকেলঘাটা ও তার পার্শ্ববর্তী কপিলমুনি বাজার শুধুমাত্র কপোতাক্ষ নদের কারণে বাণিজ্যে সমৃদ্ধ ছিল। কোলকাতা থেকে সেকালে কপোতাক্ষ নদে জাহাজে করে মালপত্র আসতো সাতক্ষীরার তালা পাটকেলঘাটা ও কপিলমুনিসহ বিভিন্ন থানা শহরে। জনসংখ্যা বৃদ্ধির কারণে আস্তে আস্তে জনবসতি গড়ে ওঠে কপোতাক্ষের তীর ঘেঁষে। ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ বৃহৎ গঞ্জ গড়ে ওঠে তালা পাটকেলঘাটা ও পাশ্ববর্তী কপিলমুনিতে। কিন্তু আজ সেই কপোতাক্ষ নদ হারিয়েছে তার জৌলুস। সম্প্রতি নদটি খনন করার ফলে বেড়িবাঁধের দু’পাশে খননের স্তুপকৃত মাটির উপর কতিপয় ভূমিদস্যুরা বেড়িবাঁধের মাটি সমান করে অবাধে চালিয়ে যাচ্ছে বিভিন্ন ফসলের আবাদ। নদীর পাড় ঘেঁষে সেখানে ঘিরে দখল করে অবাধে চলছে ধান, ভুট্টা ও বিভিন্ন রকমের ফসলের চাষ। কেউ বা আবার বাগান করেছে, কপোতাক্ষের পাড় থেকে শুরু করে মাঝখান পর্যন্ত বড় বড় ইমারত নির্মাণ করে দখল করে নিচ্ছে কপোতাক্ষ নদের জমি। দেখে মনে হচ্ছে এ যেন নদী দখলের মহোৎসব। অনেকেই কপোতাক্ষ নদের পাড় কেটে মাটি ও নদী থেকে বালি উত্তোলন করছে ইচ্ছেমতো। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের ঝটিকা অভিযানে সেগুলো বন্ধ হয়ে গেলেও সম্প্রতি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে ভূমিদস্যূরা। তারা বিভিন্ন কৌশলে কপোতাক্ষ দখল করে নদটির সৌন্দর্য্য বিলীন করে চলেছে। এভাবে চলতে থাকলে সদ্য খননকৃত নদটি আবারও ভরাট হয়ে বর্ষা মৌসুমে নি¤œাঞ্চল প্ল¬াবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। উপজেলা শহরের মেলাবাজার নামক স্থান থেকে কপোতাক্ষর পাড় দিয়ে একটি বাইপাস সড়ক নির্মাণ করার উদ্যোগ নিলে নদের পাড় রক্ষার পাশাপাশি উপ-শহরের ভিতরের যানজট অনেকটা নিরসন হবে বলে এলাকাবাসীর দাবী। বেদখলমুক্ত হলে শিশুদের চিত্তবিনোদন কেন্দ্র হবে, হবে দর্শনীয় স্থান, অন্যদিকে কয়েক লাখ হেক্টর জমি, সরকারী সম্পদ বেদখল মুক্ত হবে, নদীর পাড়ে সামাজিক বনায়ন সৃষ্টি করে পরিবেশ রক্ষায় সহায়ক হবে। তারা অবিলম্বে কপোতক্ষ নদের দু’পাড় থেকে অবৈধ দখলদারদের হাত থেকে নদীর পাড় দখলমুক্ত করতে তালা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসির হস্তক্ষেপ কামনা করেছেন। সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের নিকট কপোতাক্ষ তীরবর্তী লাখো মানুষের দাবি, দখল মুক্ত করে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে নদটি রক্ষা পাবার পাশাপশি এলাকা প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে।