আশাশুনি

গম আত্মসাতের বিচার চেয়ে কাদাকাটি ইউপি সদস্যের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন

By Daily Satkhira

July 02, 2017

আশাশুনি ব্যুরো : ডেইলি সাতক্ষীরা’য় আশাশুনি উপজেলার ১১নং কাদাকাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য অনুকুল চন্দ্র বাছাড় কতৃক ভিজিএফ’র গম আতœসাতের ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে এলাকায় বিষয়টি নিয়ে গুনজন শুরু হয়েছে। গরীবের হক মেরে খাওয়া ইউপি সদস্যের বিচার চেয়ে এলাকাবাসির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। বৈরমপুর গ্রামের মৃত গফুর আলি গাজীর পুত্র রবিউল ইসলাম, শ্রীরামকাটি গ্রামের কবির আহম্মদের ছেলে জিয়উর রহমান ও বৈরমপুর গ্রামের আঃ খালেকের ছেলে আব্বাস উদ্দিন এলাকাবাসির পক্ষে জেলা প্রশাষক বরাবর এ অভিযোগ দায়ের করেছেন। রবিবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আশাশুনি উপজেলার ১১নং কাদাকাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য অনুকূল চন্দ্র বাছাড় পবিত্র ঈদুল ফিতরের ভিজিএফ’র গম আংশিক বিলি করেন এবং তার তালিকায় ভূয়া নাম দেখিয়ে বিশ থেকে ত্রিশ মন গম ভ্যানযোগে এনে তার বাড়ির পূর্বদিকে খেজুরয়ারডাংগা খালের পার্শ্বে রফিকুল ইসলাম (মধু) এর ঘেরের বাসায় রাখে। বিষয়টি জানাজানি হলে আশাশুনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছাবার পূর্বে ইউপি সদস্য অনুকুল চন্দ্র বাছাড় তার লোক দিয়ে গম অন্যত্র সরিয়ে ফেলেন। অভিযোগ পত্রে মেম্বর কর্তৃক গত ঈদে ঐ একই বাসায় চাল এনে রাখার কথাও উল্লেখ করা হয়েছে।