শ্যামনগর

ফেসবুকে নিউজ দেখে ফুলদাসী মুন্ডার বসতঘর পরিদর্শনে শ্যামনগর ইউএনও

By Daily Satkhira

July 03, 2017

শ্যামনগর ডেস্ক : শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামে ‘‘সরকারি নির্দেশনায় মানুষ ও গর” এক ঘরে’’ শীর্ষক একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হওয়ায় গতকাল ০২ জুলাই সকাল ১০টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজজামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল¬াহ সাদীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , শ্যামনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সার্ভেয়ার সাংবাদিকবৃন্দ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ‘‘সরকারি নির্দেশনায় মানুষ ও গর” এক ঘরে’’ শীর্ষক সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। ফুলদাসী মুন্ডা (ফুলকি) তাঁর ছেলে চার” মুন্ডার পরিবারের সাথে সরকারি খাস জমিতে বসবাস করে। তাদের গর” রাখার জন্য আলাদা গোঁয়াল ঘর আছে এবং বর্তমানে সেখানেই গর” রাখা হচ্ছে। চার” মুন্ডাসহ স্থানীয়দেরকে জিজ্ঞাসা করলে তারা গর” গোঁয়াল ঘরে রাখা হয় বলে জানায়। তাদের বসবাসকৃত সরকারি খাস জমির পাশে রেকর্ডীয় জমির সীমানা চিহ্নিত করা হয়েছে। এছাড়া তাদের যাতায়াতের পথের জন্য ৫ ফিট জায়গা প্রদানে সহকারি কমিশনার (ভূমি) কে নির্দেশনা প্রদান করা হয়েছে। বর্তমানে ফুলদাসী মুন্ডা (ফুলকি) তার ছেলের পরিবারের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা পরিকল্পিতভাবে এ ধরনের সাজানো নাটকীয় ঘটনা ফেসবুকে প্রকাশ করায় উপস্থিত জনসাধারণ তাকে ধিক্কার জানান। স্থানীয়রা আরো বলেন উক্ত কৃষ্ণপদ মুন্ডা ও তার সহযোগীরা পরবর্তীতেও এ ধরনের কর্মকা- ঘটাতে পারে।