আন্তর্জাতিক

চীনের বিতর্কিত দ্বীপে মার্কিন রণতরী

By Daily Satkhira

July 03, 2017

আমেরিকার একটি রণতরী দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপের কাছে পৌঁছেছে বলে অভিযোগ করেছে চীন।

যুক্তরাষ্ট্রের রণতরী দি ইউএসএস স্টেথেম চীনের নিয়ন্ত্রণাধীন বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করেছে। এই দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিন ধরে চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মধ্যে বিবাদ চলছে।

চীন একে বড় ধরনের ‘রাজনৈতিক ও সামরিক উত্তেজনা’ বলে আখ্যা দিয়েছে। তারাও ওই দ্বীপপুঞ্জে রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে।

সোমবার ‘নৌ চলাচলের স্বাধীনতা’ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের কথা ছিল। তার আগেই এ ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্র বারবার চীনকে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করে আসছে। আর চীন বলছে, এটা তার সার্বভৌমত্বের অধিকার।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোনো দেশ তার সমুদ্রসৈকত থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমার দাবি করতে পারে। সেই হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র এ সীমা লঙ্ঘন করেছে।

স্থানীয় সময় রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চীন জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এ সমস্যা তৈরি করার অভিযোগ তুলে বলা হয়, চীন ও তার প্রতিবেশীরাই এ সমস্যার সমাধান করতে পারবে।