একই গাছে ৫১ প্রজাতির আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক ভারতীয়। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার রবি মারশেতওয়্যারের আম গাছে এখন থোকা থোকা ঝুলছে হরেক রকম আম।
২০০১ সালে চাকরি ছেড়ে মহারাষ্ট্রে তার জন্মস্থান ওয়াসিম গ্রামে চলে আসেন রবি। তারপর চাষিদের জন্য কিছু করার উদ্দেশ্যে সেখানেই চাষাবাদ শুরু করেন বলে জানিয়েছে ‘দ্য বেটার ইন্ডিয়া’।
এই সময় পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এক কৃষকের সাথে পরিচয় হয় তার; যিনি একটি গাছে ১৫ ধরনের আম ফলিয়েছিলেন। তার কাছেই গ্রাফটিং পদ্ধতি শেখেন রবি। তারপর বেশ কয়েক বার চেষ্টার পর গ্রাফটিংয়ের মাধ্যমে একটি গাছে ৫১ প্রজাতির আম ফলাতে সক্ষম হন।
রবি জানান, মহারাষ্ট্রের প্রায় ২১টি গ্রামে ঘুরে আমচাষিদের কাছ থেকে দুর্লভ প্রজাতির আম গাছের ডাল সংগ্রহ করে তা নিজের বাগানের একটি পুরনো আম গাছে গ্রাফটিং করেন। সেখান থেকে নতুন নতুন শাখা বেরিয়ে বিভিন্ন প্রজাতির আম ফলছে।
আগে এক গাছের আম বিক্রি করে ১০ হাজার টাকা উপার্জন করলেও এখন সেই গাছ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করছেন তিনি।
এদিকে, গ্রামের অন্য চাষিরা যাতে এভাবে আম ফলিয়ে লাভ করতে পারেন সেজন্য তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন রবি।