নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের সার্বিক উন্নতির জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের থেরাপি ইউনিট থেকে সর্বমোট ১১ টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়। গতকাল সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে এ উপকরণ বিতরণ করা হয়। যা প্রতিবন্ধী ব্যক্তির থেরাপি সেবার পাশাপাশি দ্রুত শারিরীক অবস্থার উন্নতির ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজ করবে। ডিআরআরএ পরিচালিত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সিবিএম-এর কারিগরি সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এইড-এর অর্থায়নে সাতক্ষীরা, মানিকগঞ্জ ও চট্টগ্রামের সর্বমোট ৯ টি উপজেলায় পিআইএইচআরএস প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর হাসপাতালের ২১৭ নং রুম থেকে ফিজিও ও অকুপেশনাল থেরাপি প্রদান করা হয়। সহায়ক উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান- কোহিনুর ইসলাম অংশগ্রহণ করেণ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ আবুল হোসেন, এ সময় ডিআরআরএ সাতক্ষীরা জেলার আঞ্চলিক প্রধান – জি.এম আনজির হোসেন, এবং প্রকল্পের কর্মী বৃন্দও উপস্থিত ছিল। সহায়ক উপকরণ বিতরণ শেষে প্রকল্পের অকুপেশনাল থেরাপিষ্ট মাসুদা আক্তার উপকরণ ব্যবহারকারি ও অভিভাবকদের সহায়ক উপকরণ ব্যবহারের উপর ওরিয়েন্টেশন প্রদান করেন যাতে প্রতিবন্ধী ব্যক্তি ও তার অভিভাবক বাড়ীতে তার নিজস্ব পরিবেশে সহায়ক উপকরণটি ব্যবহার ও তার রক্ষণাবেক্ষণ করতে পারে।