মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় উৎসবমুখর আর ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সোমবার বিকালে শহরের পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গণে জয় মহাপ্রভূ সেবক সংঘ জেলা শাখার আয়োজনে ও জেলা মন্দির সমিতির সার্বিক সহযোগিতায় আলোচনা সভায় জয় মহাপ্রভূ সেবক সংঘ জেলা শাখার সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শ্যাম সুন্দর মন্দির ইসকন সাতক্ষীরার অধ্যক্ষ পরম পুরুষ কৃষ্ণদাস ব্রক্ষ্মচারী, জয় মহাপ্রভূ সেবক সংঘ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ডা. সুশান্ত কুমার ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি মঙ্গল কুমার পাল, জয় মহাপ্রভূ সেবক সংঘ জেলা শাখার সহ-সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী, গৌষ্ঠ বিহারী মন্ডল, হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃকি পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার শীল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, সাবেক ছাত্রলীগ নেতা নুর-ই আলম মুকুল, নিত্যানন্দ আমিন, প্রকাশ চন্দ্র দাস, প্রকাশ কুমার নাথ, বাসু দেব, মিলন, সুমন অধিকারী প্রমুখ। পরে জেলা মন্দির প্রাঙ্গণ থেকে রথ নিয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রঘুজিৎ গুহ।