নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটা উপজেলার ত্রাস কালু হাজী গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবহাটা থানার এসআই সিরাজুল ইসলাম অভিযান চালিয়ে খানজিয়া নওয়াড়া জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করে। আটকের পর কালুর নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা এলাকার সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে। গত ৭ আগস্ট ২০১৬ তারিখে দেবহাটা থানায় দায়েরকৃত ৪নং মামলার এজহারভুক্ত আসামী হিসাবে নওয়াপাড়া গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র হাফিজুর রহমান ওরফে কালু হাজীকে আটকের বিষয় নিশ্চিত করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গাজী কামাল হোসেন। উল্লেখ্য, কালুর বিরুদ্ধে ২০১৩ সালের জামাত-শিবিরের সহিংসা ও নাশকতার মদদ ও জামাতের অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। একই সাথে এলাকার নিরীহ মানুষের ঘর বাড়ী ভাংচুর, গাছকাটা, দা বাহীনি গঠন করে সাধারণ মানুষের জিম্মি করে চাঁদাবাজী, মিথ্যা মামলা দিয়ে ফাসানোরও একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী কালু হাজীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।