জাতীয়

বয়লার বিস্ফোরণে নিহত ৮ ; উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

By Daily Satkhira

July 03, 2017

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় অবস্থিত মাল্টি ফ্রেব্রিকস নামক একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে। আজ ৩ জুলাই সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যায়। বিস্ফোরণে কারখানার একটি অংশ ধসে পড়েছে বলে জানা গেছে। এ ঘটনায় উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার খবর পান। পরে জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

কারখানার লোকজন ও এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হচ্ছে। চারতলা ভবনটির দোতলার কিছু অংশ খসে পড়েছে বলে জানান তিনি। তবে হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।