জাতীয়

ফরহাদ মজহারের ‘নাটক’: পুলিশ

By Daily Satkhira

July 04, 2017

ঢাকা থেকে নিখোঁজ ফরহাদ মজহারকে যশোরে উদ্ধারের পর পুলিশ ধারণা করছে, এই কবি-প্রাবন্ধিক অপহরণের ‘নাটক’ সাজিয়েছিলেন।

সোমবার মধ্যরাতে খুলনার ফুলতলা থানায় এক সংবাদ সম্মেলনে এই ধারণার কথা জানান পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক দিদার আহম্মেদ। তার ঘণ্টাখানেক আগে যশোরে ঢাকাগামী একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধারের কথা জানায় র‌্যাব। সংবাদ সম্মেলনে ডিআইজির সঙ্গে র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলামও ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ফরহাদ মজহারকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায়ই পেয়েছেন তারা। ডিআইজি দিদার বলেন, “একজন সুস্থ মানুষ যেভাবে জার্নি করে, সেভাবেই তিনি ছিলেন। তার সঙ্গে একটি ব্যাগ ছিল, গেঞ্জি ছিল। কিছু টাকাও ছিল। এমনকি মোবাইল চার্জার নিতেও ভোলেননি তিনি।” সোমবার ভোরে ঢাকার শ্যামলীর রিং রোডের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর যশোরে পাওয়া যায় ফরহাদ মজহারকে। এর মধ্যে তার পরিবার থানায় অপহরণের অভিযোগ করে। নিখোঁজ অবস্থায় একাধিকবার ফোন করে তিনি নিজের মুক্তিপণের বিষয়েও স্ত্রী ফরিদা আখতারের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু র‌্যাব অপহরণেরে কোনো ইঙ্গিত পায়নি জানিয়ে ডিআইজি দিদার বলেন, “একজন সুস্থ মানুষ যেভাবে জার্নি করে সেভাবেই উনাকে আমরা পেয়েছি। এতে করে অপহরণের বিষয়টি প্রমাণ হয় না। মনে হয় না এটা অপহরণ।” সেক্ষেত্রে ফরহাদ মজহার অপহরণের নাটক সাজিয়েছেন বলে মনে করেন কি না- সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “প্রাথমিকভাবে তাই মনে হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা পারিপার্শ্বিকতায় এটাই প্রমাণ করে যে উনি স্বেচ্ছায় ঘর থেকে বের হয়েছেন। তবে আরও তদন্ত করতে হবে।” সুস্থ হলেও ৭০ বছর বয়সী ফরহাদ মজহার ক্লান্ত বলে তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে ডিআইজি জানান। তাকে ঢাকার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সকালে পুলিশ সদর দপ্তর থেকে খবর পাওয়ার পর র‌্যাব-পুলিশ সম্মিলিতভাবে কাজ করে ফরহাদ মজহারের হদিস বের করে বলে জানান দিদার। হদিস মেলার তিন ঘণ্টা আগে ফরহাদ মজহারকে খুলনায় নিজের রেস্তোরাঁয় দেখার দাবি করেছিলেন ‘নিউ গ্রীল হাউস’র মালিক আব্দুল মান্নান। খুলনার নিউ মার্কেটের সামনে এই রেস্তোরাঁটি। মান্নানের কাছে খবর পাওয়ার পর র‌্যাব জোর অনুসন্ধান শুরুর কথা জানায়। র‌্যাব কর্মকর্তা রফিকুল বলেন, “গ্রীল হাউজের ওখানে তিনি খেয়েছেন, এ তথ্য পাওয়ার পর আমাদের মাথায় আসে উনি হয়ত ঢাকায় যেতে পারেন। পরে আমরা খোঁজখবর করে তাকে ফলো করে নোয়াপাড়ায় এসে তাকে পাই।” খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধারের কথা জানায় র‌্যাব।