আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

By Daily Satkhira

July 04, 2017

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে জাপান এবং দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বার্তা সংস্থা ইয়োনহাপকে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে উত্তর পিয়ংগান প্রদেশের ব্যাংঘিয়ন এলাকা থেকে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাপানের এনএইচকে সংবাদ সংস্থা জানায়, দেশটির অর্থনৈতিক জোনের জলসীমায় ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হতে পারে। খবর এএফপি’র। উল্লেখ্য, গত কয়েক মাসে উত্তর কোরিয়া বেশ কয়েকটি পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়েছে। এদিকে এ উৎক্ষেপণের একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন