সাতক্ষীরা

ভারতের গোলযোগকে কেন্দ্র করে ভোমরাবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ, কোটি টাকার ক্ষতির আশঙ্কা

By Daily Satkhira

July 04, 2017

আসাদুজ্জামান : ভারতের বাদুড়িয়া থানা এলাকায় স্থানীয়দের একটি গোলযোগকে কেন্দ্র করে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে মঙ্গলবার সারাদিন ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আমদানিকৃত কোন পন্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। এদিকে, পন্যবাহী কাঁচামালের কোন ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে না পারায় কোটি কোটি টাকার মালামালের ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আর আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকায় ভোমরা স্থল বন্দর ও ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় মালামাল খালাসের অপেক্ষায় রয়েছে শত শত ট্রাক। ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ভোলাঘোষ ও সাধারণ সম্পাদক মিহির ঘোষের উদ্ধৃতি দিয়ে ভোমরা সিন্ডএফ এজন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজি নওশাদ দেলোয়ার রাজু জানান, ভারতের বাদুড়িয়া থানা এলাকায় স্থানীয়দের একটি গোলযোগের কারনে বসিরহাট-ঘোজাডাঙ্গা সড়কে অবরোধ থাকায় ব্যাবসায়ীদের ক্ষতির আশংকায় সারাদিন তারা আমদানী-রপ্তানী কার্যক্রম থেকে বিরত ছিলেন। তিনি আরো জানান, পন্যবাহি কাাঁচামালের ট্রাক প্রবেশ করতে না পারায় ব্যাবসায়িদের কোটি কোটি টাকার মালামালের ক্ষতি হতে পারে। ভোমরা কাস্টমসের সহকারি কমিশনার আব্দুল কাইয়ুম আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার কথা স্বীকার করে তিনি বলেন, আমাদের অফিস খোলা রয়েছে। কিন্তু ভারত থেকে কোন পন্যবাহি ট্রাক প্রবেশ করছে না এবং বাংলাদেশ থেকেও পন্যবাহি ট্রাক ভারতে যাচ্ছে না। ভারতে স্থানীয় সমস্যার কারণে এমনটি হচ্ছে বলে তিনি আরো জানান।