সাতক্ষীরা

হাতিরঝিল সোসাইটি সাতক্ষীরার ঈদ পুর্নমিলনী

By Daily Satkhira

July 04, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নকারী সংগঠন হাতিরঝিল সোসাইটি সাতক্ষীরার ঈদ পুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের শহিদ নাজমুল সরণিস্থ প্রাণসায়ের খাল পাড়ে শেখ নাসেরুল হকের সভাপতিত্বে ঈদ পুর্নমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মািক্তযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, এড. ফারুক হোসেন, এড. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ফরিদ আহম্মেদ ময়না, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা শাখার সভাপতি মীর মহিতুল আলম, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাফিউল আযম, মাহবুব হোসেন, ছড়াকার শেখ নাজমুল হাসান ও কালিমুল্লাহ প্রমুখ। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হল পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়ন। ইতিমধ্যে সংগঠনটি শহরের পাকাপোলের দু’ধারের প্রাণসায়ের খাল পরিস্কার করে ফুলের বাগান ও বসার স্থান করে নান্দনিক লেক তৈরী করে মানুষকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা। এসময় হাতিরঝিল সোসাইটি সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন।