আশাশুনি ব্যুরো: ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার মাদ্রাসা ছাত্র সিয়াম আশাশুনির কুল্যায় উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ছাত্রটি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সদরের গরু ব্যবসায়ী আব্দুল মান্নান চৌধুরীর পুত্র মো: নাদির সিয়াম (১২)। জানাগেছে সিয়াম ইটনা আলিয়া মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র। মাদ্রাসা সুপার রংপুর এলাকার আশরাফুল আলম হেবজখানায় দেরিতে যাওয়ার জন্য নাদির সিয়ামকে মারধর করে। শিক্ষকের উপর অভিমান করে ইটনা থেকে কিশোরগঞ্জ জেলা সদর রেলষ্টেশন থেকে রেল যোগে খুলনায় আসে। ক্ষুদার জ্বালা সইতে না পেরে খুলনা সোনাডাঙ্গা বাসস্টা-ের একটি চায়ের দোকানে ২৭টাকার বিভিন্ন খাবার খায় সিয়াম। কিন্তু বিল দিতে না পারায় চা দোকানী তাকে মারধর করতে থাকে। এমন সময় খুলনা থেকে কাজ শেষে বাড়ী ফেরার পথে আশাশুনির কুল্যার মোড়ের বাসিন্দা মো: আলামিন ও সাহাদাত হোসেন এ ঘটনা দেখে তারা দোকানীর বিল দিয়ে ছেলেটিকে উদ্ধার করে। সিয়াম অসুস্থ হওয়ায় কিশোরগঞ্জ থেকে কবে এসেছে ঠিক করে বলতে পারছে না। সে তার ব্যাগ হারিয়ে ফেলায় তার পরিবারের মোবাইল নাম্বারটিও হারিয়ে ফেলেছে। সিয়ামকে নিজ ঠিকানায় পৌছে দিতে সাহাদাত-আলামিন তাকে সাথে করে বাড়িতে (কুল্যার মোড়) নিয়ে আসে। বিষয়টি ইটনা থানার অফিসার ইনচার্জকে অবহিত করলে তিনি বলেন, এখনও পর্যন্ত কেউ এমন অভিযোগ করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।