আশাশুনি

বড়দলে দুর্ধর্ষ চোর ও মাদক সম্রাট শাহীন গ্রেপ্তার

By Daily Satkhira

July 04, 2017

বি. এম আলাউদ্দীন: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে সোবহান গাইনের পুত্র জিয়ারুল গাইনের বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এলাকার আলোচিত দুধর্ষ চোর ও মাদক স¤্রাট মৃত: রজব আলী সরদারের পুত্র শাহীনুর সরদার (শাহীন) (৪২)। সোমবার আনুমানিক রাত্র ২.০০ টায় উক্ত ঘটনাটি ঘটে। জানা গেছে জিয়ারুল গাইন সমিতি থেকে ৫০ হাজার টাকা তুলছে এমন তথ্যের ভিত্তিতে শাহীনুর সরদার তার বাড়িতে চুরি করতে যায়। জিয়ারুল ও তার স্ত্রী প্রতিদিনের ন্যায় বাড়ীর বারন্ডায় ঘুমায়, সেই সুবাধে সে ঘরের ভিতর প্রবেশ করে আলমারির তালা ভাঙে , জিয়ারুল শব্দ শুনতে পেয়ে ঘরের ভিতরে ঢুকলে চোর শাহীনুর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জিয়ারুল তাকে জাপটে ধরে চিৎকার করতে থাকে তখন স্থানীয় লোকজন ছুটে এসে চোর আটকে রেখে স্থানীয় মেম্বর হাফেজ মো: রুহুল আমিন এর নিকট হস্তান্তর করে। মেম্বর সকালে শাহীনুর কে পুলিশের কাছে সোপর্দ করে। উল্লেখ্য ইতিপূর্বে সে পয়শা ও ডলার চক্রের মূল হোতা হিসাবে এলাকায় প্রভাব বিস্তার করেছিলো এবং মাদক, চুরি, ছিনতাই মামলায় একাধিক বার কারা বরণ করে। কিন্তু আইনের ফাক ফোকড় দিয়ে বেরিয়ে এসে আবারো একই কাজ লিপ্ত হয়ে এলাকা বাসীকে অতিষ্ঠ করে তোলে। এমতাবস্থায় কঠিন থেকে কঠিনতর শাস্তির জন্য উদ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।