জাতীয়

মন্ত্রী রাশেদ খানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

By Daily Satkhira

July 04, 2017

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে সংবিধানের ১৬ তম সংশোধনী বাতিল করে দেয়া রায় নিয়ে বিরুপ মন্তব্য করায় বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু। এতে বলা হয়, রায় ঘোষণার পর মন্ত্রী বলেন, ১৬তম সংশোধনী বাতিল করে এভাবে রায় দিতে পারে না আদালত।

তার বক্তব্য সংবিধানের সাথে সাংঘর্ষিক। নোটিশে এই আইনজীবী বলেন, মন্ত্রী হিসেবে শপথ নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। আগামী ৭২ ঘন্টার মধ্যে রাশেদ খান মেননকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ করেন নোটিশ প্রদানকারী আইনজীবী। অন্যস্থায় তার বিরুদ্ধে মামলার করার কথা উল্লেখ করা হয় লিগ্যাল নোটিশে।