কালিগঞ্জ

মৌতলায় গম আত্মসাত ও হোল্ডিং ট্যাক্সের নামে অবৈধ অর্থ আদায় ; বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ

By Daily Satkhira

July 05, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জের মৌতলা ইউনিয়নে ভিজিএফ’র গম বিতরণে অনিয়ম-দুর্নীতি এবং রশিদ বিহীন হোল্ডিং ট্যাক্সের টাকা আদায়ের ঘটনায় ভুক্তভোগীসহ এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এঘটনার প্রতিকার চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন দিয়েছেন ৬৫ জন ভুক্তভোগী দুঃস্থ ব্যক্তি। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে বলে জানা গেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে প্রদত্ত গম মৌতলা ইউনিয়ন পরিষদে গত শনিবার সকাল থেকে কার্ডধারীদের মাঝে বিতরণ শুরু হয়। শুরু থেকেই নির্দ্ধারিত ১৩ কেজি’র স্থলে ১১ থেকে ১২ কেজি গম বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। গম বিতরণকালে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা আশরাফ হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অজ্ঞাত কারণে সেখানে অনুপস্থিত ছিলেন। আবার গম প্রদানের আগে কিছু কার্ডধারী ব্যক্তির নিকট থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ ৫০ টাকা থেকে ১শ’ টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করা হয়। কিছু ব্যক্তিকে পিছনের তারিখ দেখিয়ে হোল্ডিং ট্যাক্সের রশিদ প্রদান করা হলেও অনেকের নিকট থেকে টাকা আদায় করে রশিদ দেয়া হয়নি। দ:স্থ অসহায় ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহারের গম ওজনে কম দিয়ে আত্মসাত এবং রশিদ বিহীন হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দরিদ্র ব্যক্তিবর্গ। এব্যাপারে জানার জন্য মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদীর মুঠোফোনে (০১৭১১২৫১১১১) একাধিক বার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নি।