আশাশুনি

আশাশুনিতে স্কুল কমিটি নতুন করে গঠনের দাবিতে মানববন্ধন ; প্রধান শিক্ষকসহ ৫ সদস্যের পদত্যাগ

By Daily Satkhira

July 05, 2017

আশাশুনি ব্যুরো: পুরাতন কমিটিতে নাশকতা কর্মকা-ে দুই আসামি মোশারফ ঢালি ও আবুল কালাম সহ সকল সদস্যকে বিলুপ্ত করে নতুন কমিটি গঠণের দাবিতে আশাশুনির বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্র-ছাত্রীরা, অভিভাবক, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগসহ শতশত এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন। জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা কমান্ডার মোক্তার আলী মোড়ল, মুক্তিযোদ্ধা আলহাজ¦ রশিদুল আলম, আব্দুস সামাদ সানা, হাকিম গাজী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য জিয়ারুল ইসলাম, শওকত হোসেন, রফিকুল ইসলাম, আনন্দ কুমার দাশ, আলমগীর হোসেন, শাহবুদ্দীন প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘদিন মুক্তিযোদ্ধা চেতনায় পরিচালনা হয়ে আসছিল। কিন্তু ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারির পর এলাকায় যারা রাস্তায় বেরিগেট, অগ্নিসংযোগ সহ নাশকতা মূলককর্মকা- চালিয়ে ছিল তারা সে সময় স্বাধীনতা বিরোধীর পক্ষে একটি কমিটি দাঁড় করায়। এই কমিটির বিরুদ্ধে সাতক্ষীরা জজকোটে ১৯/১৪ নং মামলা হলেও প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে মাধ্যমিক শিক্ষা বোর্ডে ভূয়া কমিটি দেখিয়ে বিদ্যালয়টি ধ্বংস করতে চায়। আমরা সকল মুক্তিযোদ্ধ ও সাধারণ মানুষকে সাথে নিয়ে এক সাথে প্রতিহত করব। বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এম আব্দুল্যাহ জানান, আমার স্বাক্ষর জাল করে যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডে নাশকতার দুই আসামির নাম রেখে একটি নতুন কমিটি জমা দেন সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান। বিষয়টি জানাজানি হলে আমিসহ অভিভাবক সদস্য মোক্তার হোসেন, মোক্তার সরদার, শিক্ষক প্রতিনিধি শান্তি রঞ্জন ও বিকাশ চন্দ্র মন্ডল পদত্যাগ পত্র জমা দিয়েছি। পুণরায় এডক কমিটির মাধ্যমে নির্বাচনের জন্য যথাযত কর্র্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি।