কালিগঞ্জ

কাকশিয়ালি নদীর ওপর বাঁশের সাঁকো তৈরিতে জনগণের বাধা

By Daily Satkhira

July 05, 2017

নিজস্ব প্রতিবেদক : বহমান নদীকে মৃত দেখিয়ে সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের কুলতলিতে কাকশিয়ালি নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করতে দেবেন না স্থানীয় জনগণ। তারা বলেন একশ্রেণির সুবিধাভোগী মানুষের স্বার্থে এ সাঁকো তৈরি হলে তা নদীকে যেমন অচল করে তুলবে তেমনি নদীর দুই প্রান্তের মানুষের একমাত্র ব্যবসা চিংড়ি ঘের মার খাবে। মঙ্গলবার সকালে কালিগঞ্জের কুলতলি খেয়াঘাটে আহুত এক সংবাদ সম্মেলনে দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার বলেন, তার ইউনিয়নের হিন্দু অধ্যুষিত গোবিন্দকাটি, ঘোজা, টোনা, বাঁশদহ ও বেড়াখালি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কাকশিয়ালী নদী। খরস্রোতা এ নদীর গোবিন্দকাটি বড়িবাঁধের পাশে রয়েছে কুলতলী খেয়াঘাট। এ খেয়াঘাটটি জেলা পরিষদের কাছ থেকে বাংলা ১৪২৪ সালের পহেলা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত এক বছরের জন্য ইজারা নিয়েছেন জেলা যুবলীগের সভাপতি শেখ আব্দুল মান্নান। এ খেয়াঘাটের উত্তর-পূর্ব পাশে উজিরপূর ত্রিমোহিনী নামকস্থানে একটি স্যাঁকো নির্মাণ করে আশাশুনি, কালিগঞ্জ সদর ও সাতক্ষীরার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এলাকাবাসি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলো। অথচ সেখানে স্যাঁকো নির্মাণ না করে গত ২০ জুন কাকশিয়ালী নদীকে মজা (মৃতপ্রায়) দেখিয়ে কুলতলী খেয়াঘাটে ইজারাগ্রহীতা শেখ আব্দুল মান্নানকে জনস্বার্থ বিরোধী ৩০ হাজার টাকার বাঁশের স্যাঁকো তৈরির অনুমোদন দিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী এএনএম মঈনুল ইসলাম। অনুমোদনপত্রে বাঁশের স্যাঁকো নির্মাণে স্থানীয় ইউপি চেয়ারম্যান তার লোকজন বিরোধিতা করেছেন বলে উলে¬খ রয়েছে। এরপরও গত রোববার থেকে কুলতলী খেয়াঘাটে বাঁশের স্যাঁকো তৈরির কাজ শুরু করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয় সঁকো তৈরি হলে চিংড়ির জন্য প্রয়োজনীয় লোনা পানিপ্রবাহ বন্ধ হয়ে যাবে। এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে। পুরো মৎস্য চাষই মার খাবে। এছাড়া সচল নদী হয়ে পড়বে অচল ও প্রবাহহীন। জেলা পরিষদের প্রধান নির্বাহীর এক পত্রে বলা হয়, কুলতলি খেয়াঘাটটি চলতি বছরের পয়লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত সাতক্ষীরার রসুলপুরের আবদুল মান্নানের নামে একসনা ইজারা দেওয়া হয়েছে। এরপর নতুন করে তিনি আবেদন করে বলেছেন যে নদী মজে যাওয়ার কারণে খেয়া পারাপার বিঘিœত হচ্ছে। ফলে সেখানে খেয়া তুলে দিয়ে বাঁশের সাঁকো তৈরি করা হলে জানসাধারণ উপকৃত হবেন। এজন্য ওই নদীতে একই ব্যক্তিকে সাঁকো তৈরির অনুমতি দেওয়া হয়েছে বলে জেলা পরিষদের প্রধান নির্বাহী আনম ময়নুল ইসলাম তার চিঠিতে উল্লেখ করেছেন। তবে স্থানীয়রা বলেন, কাকশিয়ালি নদী সচল। নিয়মিত জোয়ারভাটা খেলে এ নদীতে। বাঁশের সাাঁকো দিয়ে নদীর গতিপথ রুদ্ধ করার ষড়যন্ত্র চলছে। যে কোনো মূল্যে আমরা তা প্রতিহত করবো বলে জানিয়েছেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিভাস সরকার, শিবপদ সরকার, পশুপতি সরকার, মাখন লাল সরকার, তারালি ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, দিলীপ সরকার, গৌর চন্দ্র বিশ্বাস প্রমুখ। তারা বলেন জনগনের চোখে ধুলো দিয়ে প্রবহমান নদীকে মৃত দেখিয়ে এই সাঁকো তৈরি হচ্ছে। তবে সাঁকো প্রসঙ্গে জানতে চাইলে জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান বলেন তিনি কোনো সাঁকো তৈরি করছেন না। সাঁকো তৈরি করছেন এলাকার শ্রীদাম বিশ্বাস ও রবিউল ইসলাম। জানতে চাইলে শ্রীদাম বিশ্বাস বলেন আমি দৈনিক ৩২০ টাকার পারিশ্রমিকে কাজ করি মাত্র। নদীর বাঁশের সাঁকো তৈরি করছেন জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান। কাগজপত্র সবই তার নামে। তিনি বলেন সাঁকো নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে কালিগঞ্জ থানায় একটি লিখিত আবেদন দেওয়া হয়েছে। এ আবেদন দিয়েছেন সাঁকো নির্মাতা আবদুল মান্নান। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মহিউদ্দিন খান জানান, তিনি জেলা পরিষদ থেকে একটি চিঠি পাওয়ার পর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন জানান, বিষয়টি জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।