কালিগঞ্জ

কালিগঞ্জের পারুলগাছায় প্রাথমিক বিদ্যালয়ের দু’ছাত্রী নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য

By daily satkhira

September 22, 2016

এস,এম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু: কালিগঞ্জ উপজেলার পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’ছাত্রী এক সাথে আকষ্মিক নিখোঁজ হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের মাঝে নানামুখি সংশয় সৃষ্টির পাশাপাশি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি রেজাউল করিম ঢালী জানান, ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরের দিকে পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী পারুলগাছা গ্রামের মনিরুল ইসলামের বাক প্রতিবন্ধি মেয়ে মমতাজ পারভীন (১০) ও একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী পারুলগাছা পূর্বপাড়ার আব্দুর ছাত্তার গাজী ওরফে বাটুলের মেয়ে রীনা পারভীন (১২) স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। স্কুলের ছুটির পর ঐ দু ছাত্রী বাড়িতে না যাওয়ায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়ে। এক পর্যায়ে অভিভাবকবৃন্দ বিষয়টি পুলিশিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। এক পর্যয়ে দুই শিশুকন্যা নিখোঁজের সাথে জড়িত সন্দেহে এলাকাবাসী পারুলগাছা গ্রামের অলোক মন্ডলের ছেলে একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সুজন (১৩) ও একই গ্রামের ছলেমান বিশ্বাসের ছেলে ই¯্রাফিল (১৪) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় খবর দেন। থানার উপ-পরিদর্শক সেকেন্দার আলী আটক দু’জনকে বুধবার সন্ধ্যায় থানায় নিয়ে আসেন। তবে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় অভিভাবকদের জিম্মায় পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুই ছাত্রীর সন্ধান পায়নি পুলিশ ও পরিবারের সদস্যরা। দুই শিশু কন্যা নিখোঁজ হওয়ায় এলাকাবাসী, অভিভাবক ও পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছেন।  এব্যাপারে জানতে চাইলে পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, পঞ্চম শ্রেণির ছাত্রী রীনা পারভীন সকালে স্কুলে এসে ক্লাস করে। দুপুর ১২ টায় টিফিনের পর থেকে তাকে আর ক্লাসে পাওয়া যায়নি। চতুর্থ শ্রেণির ছাত্রী মমতাজ পারভীন স্কুলে এসে ছিল শ্রেণিকক্ষে বই রেখে ক্লাস শুরুর পূর্বে কাউকে না জানিয়ে চলে যায়। পরে বিষয়টি তাদের অভিভাবকদের জানানো হয়েছিল। কাউকে কিছু না বলে ওই দুই ছাত্রী একসাথে স্কুল ত্যাগ করেছে বলে তিনি প্রাথমিক ভাবে ধারণা করছেন।