মাহফিজুল ইসলাম আককাজ : শত ব্যস্ততার মাঝেও বিটিভির জেলা প্রতিনিধির ক্যামেরা পার্সন মীর মোস্তফা আলীর পরিবারের পাশে দাঁড়ালেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। জানালেন সমবেদনা আর সান্তনা। এ সময় তিনি মরহুম মলুদা খাতুনের পরিবারকে সান্তনা দেন। সাতক্ষীরায় বিটিভির জেলা প্রতিনিধির ক্যামেরা পার্সন মীর মোস্তফা আলীর মাতা মলুদা খাতুনের শোকাহত পরিবারের খোঁজ নিতে এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে বুধবার সকালে পুরতন সাতক্ষীরাস্থ মরহুমের বাস-ভবনে যান সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি। মলুদা খাতুন মঙ্গলবার রাতে বার্ধ্যক্য জনিত কারণে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৫ পুত্র সন্তান, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মরদেহ বুধবার বাদ জোহর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে শহরের কামালনগর সরকারি গোরস্থানে দাফন করা হয়। সাংসদ রবি বিটিভির জেলা প্রতিনিধির ক্যামেরা পার্সন মীর মোস্তফা আলীর মাতা মলুদা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, সৈয়দ নাজমুল হক বকুল ও জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম হোসেনসহ মরহুমের সন্তান, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি শোকাহত পরিবারকে সান্তনা দেন ও সমবেদনা জানান। বেশ কিছু সময় পরিবারের সদস্যদের পাশে কাটিয়ে বাসায় ফেরেন এমপি রবি। আগামী শুক্রবার বাদ জুমআ নিজস্ব বাসভবনে মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।