আশাশুনি

আশাশুনিতে পুলিশের নামে চাঁদাবাজির মামলায় সামছুর গাজী গ্রেফতার

By Daily Satkhira

July 05, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের নামে চাঁদাবাজিসহ একাধিক মামলার অন্যতম আসামী জামাযাত কর্মী সামছুর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বড়দল গ্রামের ঠাকুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সামছুর গাজী বড়দল গ্রামের মৃত এজাহার গাজীর ছেলে। পুলিশ জানায়, গত ২৪.০৬.১৭ তারিখে

বড়দল গ্রামের মোন্তাজ উদ্দীন গাজীর ছেলে বিমান বাহিনীর অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল হাকিম গাজী বাদী হয়ে পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগে দালাল আইযুব আলী সরদার ও সামছুর গাজীসহ তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামীরা পলাতক থাকার এক পর্যায়ে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়দল গ্রামের ঠাকুর বাড়ি এলাকা থেকে পুলিশ সামছুর গাজীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সামছুর গাজীর বিরুদ্ধে এই মামলা ছাড়াও নাশকতা, মারামারি, মানহানি ও প্রধান মন্ত্রিকে কটুক্তিসহ একাধিক মামলা রয়েছে। এদিকে, সামছুর গাজীর গ্রেফতারে বড়দল ইউনিয়ন বাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আখতারুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড়দল গ্রামের হাকিম গাজীর দেয়া পুলিশের নামে চাঁদাবাজির একটি মামলায় সামছুর গাজীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, এ মামলার বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।