দেবহাটা

দেবহাটায় নাশকতায় আহত ওমর অর্থাভাবে চিকিৎসা হতে পারছেন না

By Daily Satkhira

July 06, 2017

কেএম রেজাউল করিম : সারাদেশ ব্যাপী হতরতাল-অবরোধে ২০১৪ সালের সহিংসতায়-নাশকতা হামলা চালিয়ে হত্যা ও আহত করে দেওয়া হয় বহু আওয়ামীলীগের নেতা কর্মীকে। এতে করে অনেকে জীবন হারিয়েছেন। আবার অনেকে পঙ্গুত্ববরণ করে অসহায় দিন কাটাচ্ছেন। সে সময়ে হামলার শিকারের অনেক আজ অসহায় ভাবে দিন কাটালেও কেউই তাদের খবর রাখে না এমন অভিযোগ অনেকের। তেমনি একজন হামলার শিকার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রাামের রুস্তম আলী মোড়লের পুত্র ওমর আলী মোড়ল। সে একজন গরিব কাঠ মিস্ত্রী। তিন কন্যা সন্তানের লেখা-পড়া, ভরন-পোষণসহ পরিবারের পাঁচ জনের সংসার চলে একজনের আয়ে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তাই বিগত ২০১৩ সালের ০২ মার্চ সকালে জামাত-শিবিরের নেতাকর্মীরা অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সখিপুর হাসপাতালে ভর্তি করে। পরে স্ব-জনরা সাতক্ষীরা সদর হাসপাতাল। পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতাল সর্বশেষে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসার পরে কিছুটা সুস্থ্য হলে তাকে পূনরায় আর্থিক সমস্যার কারণে সখিপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেই সময়ে প্রধানমন্ত্রী সাতক্ষীরায় এসে নিহত, আহত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত নেতা কর্মীর পরিবারদের মাঝে যে আর্থিক সহযোগিতা প্রদান করেছিলেন তাতে সে দুই লক্ষ টাকার চেক পেয়েছিলাম, তাছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব ডা. আ ফ ম রুহল হক এমপির সার্বক্ষণিক তদরকি এবং তারও আর্থিক সহযোগিতা ছাড়াও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ চিকিৎসার সহযোগিতা প্রদান করেন। তারপর থেকে তেমন কোন খবর নেননা কেউই বলে জানিয়েছেন আহত ওমর আলী। কিন্তু আমার আহত শরীর নিয়ে একার পক্ষে সংসার চালানো এবং চিকিৎসা চালিয়ে যেতে খুব কষ্ট সাধ্য হয়ে পরে। এরপরেও কারোর কোন সহযোগীতা ছাড়াই সংসার পরিচালনা করে আসছিলাম। কিন্তু গত কয়দিন ধরে অসুস্থতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। গত বুধবার অধিকমাত্রায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা দেশের বাহিরে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করছেন। বর্তমান অবস্থায় তার পক্ষে উন্নত চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এমন অবস্থায় সরকারি ভাবে চিকিৎসা সহায়তা এবং ব্যক্তি সহযোগীতা পেয়ে চিকিৎসা নিয়ে যাতে সুস্থ হতে পারে সে ব্যাপারে সকলের নিকট আবেদন জানিয়েছেন তিনি। আহত ওমর আলীর পরিবারের পক্ষ থেকে আতœমানবতার সেবায় সকলকে এগিয়ে আসার জন্য ব্যক্তিগত ব্যবহারিত মোবাইল নাম্বারে ০১৭২৮৪৯৪৪৩৯ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।