কালিগঞ্জ

কালিগঞ্জ স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

By Daily Satkhira

July 06, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের হস্তক্ষেপে অবশেষে বন্ধ হলো গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শেণির ছাত্রী রিপা খাতুনের বাল্যবিয়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রতনপুর ইউনিয়নের কাঠুনিয়া গ্রামে। নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের আব্দুল জব্বার গাজির শিশু কন্যা রিপা খাতুনকে জোর করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে হয় একই ইউনিয়নের গড়–ইমহল গ্রামের ফজলুর রহমানের ছেলে আয়জুল গাজীর সাথে। বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন প্রায় এমন গোপন সংবাদ জানার পর নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ বাল্যবিয়ের ব্যাপারে মেয়ের পিতা মাতা ও আতœীয়-স্বজনের কাছে খোজ খবর নেন। এক পর্যায়ে মেয়ের পিতা তার শিশু কন্যাকে বাল্যবিয়ে দেবেনা এই মর্মে প্রশাসনের কাছে প্রতিজ্ঞা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান বাল্য বিয়ের কুফল ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধিতে সকল অভিভাবকদের এগিয়ে আশার আহবান জানান।