আশাশুনি

আশাশুনিতে ২০টি বিষধর সাপ উদ্ধার

By Daily Satkhira

July 06, 2017

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে মাটির তৈরি বসত ঘর থেকে একে একে ২০টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইউনিয়নের বেউলা গ্রামের মোড়ল পাড়ায়। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, বুধবার বিকাল ৫টার দিকে বাড়ির মালিক মৃত মুজির সরদারের পুত্র মকবুল সরদার ওরপে খোকনের বাড়ির বসত ঘরের মেঝের নিজে থেকে হঠাৎ ১টি গোখরা সাপ বের হয়ে আসে। বাড়ির মালিক সাপটি দেখা মাত্র লাঠি দিয়ে মেরে ফেলে। বিষাক্ত সাপটি প্রায় দেড় ফুট লম্বা। পরে ঘরের কাচা মেজের একটি ছোট ছিদ্র দিয়ে একে একে ১৯টি একই মাপের সাপ বের হয়ে আসে। খোকনসহ স্থানীয় লোকজন মিলে সাপগুলোকে মেরে ফেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন মিলে ঘরের মেঝে খুড়ে আরও সাপ আছে কিনা তার সন্ধান করছিল। এখবর ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসি খোকনের বাড়ি সাপ দেখতে ভিড় জমায়। এলাকাবাসী বিষধর সাপ আতঙ্কে ভুগছে বলে জানা গেছে।