লম্বা সময় পর অবশেষে জাতীয় দলে ফিরেছেন মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। ৯ জুলাই কিংস্টনের সাবিনা পার্কে সফরের একমাত্র টি-২০ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। মঙ্গলবার ঐ ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করেছে দলটির ক্রিকেট বোর্ড, আর তাতে রয়েছে গেইলের নাম।
ঘোষিত ১৩ সদস্যের দলে অবশ্য জায়গা পাননি দলটির নিয়মিত অধিনায়ক ও অলরাউন্ডার জ্যাসন হোল্ডার। ঐ ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্রাফেট।
গেইলের প্রত্যাবর্তনের দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন নির্বাচকদের প্রধান কোর্টনি ব্রাউনি। তিনি বলেন, ‘টি-২০ দলে ফিরে আসায় ক্রিসকে আমরা স্বাগত জানাই। এই ফরম্যাটের সবচেয়ে যোগ্য ব্যাটসম্যান সে এবং তার উপস্থিতি টপ অর্ডারে আমাদের শক্তি বৃদ্ধি করবে। সে তার ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে এবং সেটি ভারতের মতো বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে।’