খেলা

মাত্র চার দিনে রিয়া-বার্সার দুই ‘এল ক্লাসিকো’!

By Daily Satkhira

July 06, 2017

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্ব তাকিয়ে থাকে ম্যাচটির দিকে। কখন আসবে সেই সময়, ফুটবল উৎসবে গোটা বিশ্ব মিলিত হবে স্পেনের ধ্রুপদী লড়াইয়ে। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লড়াই সবসময়ই থাকে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। উত্তেজনার সাগরে এবার ভেসে যাওয়ার উপলক্ষটা আরও বেশি। মৌসুমের শুরুতেই যে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তাও আবার কিনা চার দিনের মধ্যে মুখোমুখি হবে দুইবার! ‘রিয়াল মাদ্রিদ টিভি’র খবর সত্য হলে ১১ আগস্ট মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’র সাক্ষী হবে ফুটবল বিশ্ব।

স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা আসেনি এখনও। যদিও ‘রিয়াল মাদ্রিদ টিভি’র খবর ১১ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল। স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল খেলবে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে। ওই ম্যাচের তিন দিন পর মানে ১৪ আগস্ট ন্যু ক্যাম্পের দ্বিতীয় লেগে খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি।

এর মানে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী রিয়াল উয়েফা সুপার কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলার দুই দিন পরই মাঠে নামবে ‘এল ক্লাসিকো’তে। ৮ আগস্ট উয়েফা ইউরোপা লিগ জয়ী ম্যানইউয়ের বিপক্ষে রিয়াল খেলবে মেসিডোনিয়ায়।

স্প্যানিশ সুপার কাপের আগেই অবশ্য ‘এল ক্লাসিকো’ দেখার সুযোগ পেয়ে যাচ্ছে ফুটবল বিশ্ব। ২৯ জুলাই মায়ামিতে বার্সেলোনা-রিয়াল নামবে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ম্যাচে তারা মুখোমুখি হবে স্প্যানিশ সুপার কাপের ম্যাচ দিয়েই।