শিক্ষা

ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষার্থীদের নবীণবরণ ও একাডেমিক ভবন উদ্বোধন

By Daily Satkhira

July 06, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ’ ফুলের শুভেচ্ছা ও পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের নতুন শিক্ষার্থীদের নবীণবরণ ও কলেজের দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম মোবাশ্বেরুল হক জ্যোতি’র সভাপতিত্বে নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বক্তব্যে বলেন, ‘একটি দেশের সার্বিক উন্নতি নির্ভর করে সুশিক্ষিত জনগোষ্ঠির উপর। এর মূল ভিত্তি হল মানসম্মত যুগোপোযোগী শিক্ষা ব্যবস্থা। এ ক্ষেত্রে আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরাই ভবিষ্যত জাতীর মেরুদন্ড। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ২১ বাস্তবায়নের লক্ষ্যে, বর্তমান জাতীয় শিক্ষানীতির আলোকে জাতীয় বিশ^বিদ্যালয়কে একটি আধুনিক মানসম্মত ও আইটি নির্ভর বিশ^বিদ্যালয় হিসেব গড়ে তোলার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে। এজন্য নবাগত শিক্ষার্থী সহ সকলের সম্মিলিত প্রচেষ্ঠা প্রয়োজন। তাই তোমাদেরকেও এগিয়ে আসতে হবে দেশ ও সমাজের উন্নয়নে। শুধু ছেলেদেরকে শিক্ষিত করলে হবেনা মেয়েদেরকেও শিক্ষিত করতে হবে। শিক্ষার মান কমেনি। শিক্ষায় অনেক উন্নতি হয়েছে। ইউনেসকোসহ অনেক আন্তর্জাতিক সংস্থা বলছে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শিক্ষার উন্নয়নে বাংলাদেশ রোল মডেল। তিনি আরো বলেন, ছেলেমেয়েদের জঙ্গিবাদের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে হবে। জঙ্গিবাদীরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কোমলমতি ছেলেমেয়েদের বিপথগামী করছে। এরা জাতিকে সর্বনাশের পথে চালিত করার চেষ্টা করছে। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’ সংসদ সদস্য প্রথমে সাংসদের নিজ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যৌথ অর্থায়নে কলেজের দ্বিতল একাডেমিক ভবনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য সাহানা মহিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওলানা মুহসিনুল ইসলাম,অভিভাবক সদস্য মো. জাকির হোসেন, মো. লুৎফর রহমান চৌধুরী প্রমুধ। এসময় কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও কলেজ পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক শরীফ আহমদ।