সাতক্ষীরা

সাতক্ষীরায় একই বাড়ি থেকে ৫৬টি সাপ ও ৫০টি ডিম উদ্ধার

By Daily Satkhira

July 06, 2017

মোঃ বেলাল হোসেন : বাড়ির উপর যেন সাপের রাজত্ব চলছে। ঘটনাটি ঘঠেছে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বালুই গাছা গ্রামের মোঃ ছাত্তার খানদারের বাড়িতে। স্থানীয়রা জানায়, গত বুধবার রাত ১২টার দিকে মোঃ ছাত্তার খানদারের মায়ের হাতের উপর একটি পদ্দগোখরা সাপ উঠে এবং সে সাপটিকে মেরে ফেলে। সকালে তার ছেলে মোঃ ইসমাইল (১৬) ঘরের মেঝেতে আরো একটি সাপ দেখতে পায় এবং সেটিও মেরে ফেলে। পরে তার পিতা ঘরের মেঝের মাটি খুড়তে খুড়তে একাধারে ৫৬টি সাপ বেরিয়ে আসে এবং ৫০টি ডিম সেখান থেকে উদ্ধার করে। এঘটনা পর একজন সাপুড়িকে আনা হলেও সেখান থেকে বড় ধরনের কোনো সাপ খুজে পাওয়া যায় নি। বর্তমানে বাড়িটির চারপাশে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এব্যাপারে ইসমাইল বলেন, এতগুলো সাপ আমাদের বাড়িতে অথচ আমরা জানতাম না। আমাদের পরিবারের কাউকে কোনো ক্ষতি করিনি এ সাপে। বর্তমানে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্কে বিরাজ করছে।

 

মো : বেলাল হোসেন : ডেইলি সাতক্ষীরার মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্টার্নশিপ কর্মসূচির একজন ইন্টার্ন।