আন্তর্জাতিক

প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-পুতিন

By Daily Satkhira

July 07, 2017

প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে জার্মানির হামবুর্গে দুজনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

উন্নত ২০ রাষ্ট্রের সংগঠন জি২০ সম্মেলনে যোগ দিতে এ মুহূর্তে দুজনই জার্মানির হামবুর্গে রয়েছেন।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ট্রাম্প ও পুতিন সিরিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নির্বাচন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের যে অবনতি হয়েছে, তা পুনরুদ্ধার করতে চান।

বৈঠকের বিষয়ে রাশিয়ার গণমাধ্যমগুলো বলেছে, এর ব্যাপ্তি এক ঘণ্টা হতে পারে। পরে কিছু গণমাধ্যম জানায়, সেটির ব্যাপ্তি আধা ঘণ্টাও হতে পারে। বৈঠকে উভয় দেশের প্রেসিডেন্ট সিরিয়া ও ইউক্রেন ইস্যুর ওপর গুরুত্বারোপ করবেন বলে আশা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে দেওয়া এক ভাষণে রাশিয়াকে ইউক্রেনসহ বিশ্বের অন্যান্য দেশে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

এদিকে জি২০ সম্মেলনের আগে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জার্মানি। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৭৬ পুলিশ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ এই আন্দোলন আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।