সাতক্ষীরা

ব্রক্ষ্মরাজপুরে পুলিশের অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রবিউল আটক

By Daily Satkhira

September 23, 2016

আসাদুজ্জামান: সাতক্ষীরা সদর উপজেলা বড়খামার এলাকা থেকে পুলিশের অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি  আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ডাকাত রবিউলকে তার শ্বশুর সদর উপজেলা ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের শামছুর রহমানের বাড়ি থেকে আটক করা হয়। আটক রবিউল সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বেনেখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সকাল ৮টার দিকে ডাকাত রবিউলের শ্বশুর সদর উপজেলা ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের শামছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি কুখ্যাত ডাকাত রবিউল ইসলামকে আটক করা হয়। আটক রবিউল ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের পুরোহিত ভবসিন্ধু বর হত্যা প্রচেষ্টার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন। ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আব্দুল কাদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত রবিউল ২০০২ সালে ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়ির অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামী। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, এ ঘটনাটি ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়ি থেকে আমাকে এখনও পর্যন্ত অবহিত করা হয়নি।