আজকের সেরা

সাতক্ষীরা জেলা অাওয়ামীলীগের সকল অন্তর্দ্বন্দ্বের অবসান

By Daily Satkhira

July 08, 2017

অপ্রতিম রহমান : মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার প্রতি আস্থাশীল সাতক্ষীরা জেলার প্রত্যেকটি মানুষ উদ্বিগ্ন ছিল সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনোত্তর আ ’লীগের উপদলীয় কোন্দল নিয়ে। সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যকার সম্পর্কের অবনতিতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে পড়ছিল বিরূপ প্রভাব। গতকাল দ্বিতীয় দফার একটি বৈঠক শেষে তার অবসান ঘটেছে। মধুর মিলন ঘটেছে জেলা আ ’লীগের শীর্ষ নেতাদের। আর এর ফলে তৃণমূলে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পত্রিকা অফিসে ফোন করে আনন্দ প্রকাশ করছেন দলটির অসংখ্য নেতা-কর্মী। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় ২ জন সংসদ সদস্য এবং অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে এ মিলন ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের ৪র্থ তলায় এ বিশেষ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন সেখানে উপস্থিত একাধিক শীর্ষ নেতা। উল্লেখ্য, কেন্দ্রের হস্তক্ষেপে ঢাকায় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে জেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্প্রতি পরষ্পরকে আলিঙ্গন করে সাতক্ষীরায় ফেরেন। কিন্তু এরপরও যেন হচ্ছিল না কাক্সিক্ষত মিলন। অবশেষে দিন তিনেক আগে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলার উপস্থিত ৩ শীর্ষ নেতা আগামী ৯জুলাই খুলনায় অনুষ্ঠিতব্য দলের বিভাগীয় সম্মেলনের পূর্বে অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির জন্য জেলা আ ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম একটি ‘এক্সক্লুসিভ’ বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় তারা বৃহত্তর পরিসরে নিজেদের মধ্যের মনোমালিন্যের পরিসমাপ্তি ঘটান। নেতৃবৃন্দ ৯ জুলাইয়ের সম্মেলন সফল করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম শহীদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকাত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, শ্যামনগর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম-সম্পাদক মো: রাশেদুজ্জামান রাশি, জেলা যুব মহিলালীগের সভানেত্রী ফারহা দিবা খান সাথী, সাধারণ সম্পাদিকা মোছাঃ সাবিহা হোসেন, নাসিমা বেগম, রুনা বেগম, শরিফা খাতুন প্রমুখ।