আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার খাজরা ও আনুলিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্য বিবাহ বন্ধ এবং নোটারী পাবলিকের মাধ্যমে এভিডেভিট বিয়ে ধৈধ্য প্রচার দেওয়ার অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার আনুলিয়া ইউনিয়নের বিছটে মোস্তাক মোল্যার কন্যা সদ্য এসএসসি পাশ করা শবনম মুস্তারী লিজার বিয়ের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা ভ্রাম্যমান আদলত পরিচালনা করে বিয়ে বন্ধ করে দেন। এসময় বিয়ে অনুষ্ঠানে সহযোগিতা করার দায়ে বাল্য বিবাহ নিরোধ আইনে ফজর আলীর পুত্র মোস্তাক আহমেদ ও প্রতাপনগর গ্রামের লতিফ গাজীর পুত্র আকরামকে ৫০০০ টাকা করে ১০সহাজার টাকা জরিমানা করে। পরে খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে মুজিবরের কন্যা সখিনাকে নোটারী পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বৈধ্য বিয়ে করনো হয়েছে প্রচার দেওয়ায় সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এফিডেভিট কোন বিয়ের বৈধতা দেয়না ঘোষণা দিয়ে বর কাকবাসিয়া গ্রামের মুজিবরের পুত্র আঃ আহাদকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। এবং স্থানীয় ইউপি সদস্যের হাতে তাদেরকে জিম্মায় দিয়ে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ঘর সংসার না করতে পারে সেব্যাপারে দায়িত্ব অর্পন করা হয়।