তালা

কুমিরার মামলাবাজ কানা শফিকুলের হাত থেকে বাঁচতে চায় এলাকাবাসী

By Daily Satkhira

July 08, 2017

নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের দাঁদপুর গ্রামের মৃত রহিম বস্ক সানার পুত্র কানা শফিকুল (৫০) ও তার ছেলে মেহেদী হাসান (২১) এর হাত থেকে বাঁচতে চায় এলাকাবাসী। একের পর এক এই কানা শফিকুলের হয়রানীর শিকার হচ্ছে এলাকার শান্তি প্রিয় মানুষ। এই কানা শফিকুল একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকার খেটে খাওয়া শান্তি প্রিয় মানুষকে হয়রানী কারাচ্ছে। শুধু তাই নয় সে এবং তার ছেলে মেহেদী হাসান রাতের অন্ধকারে খেটে খাওয়া সাধারণ মানুষের ফসল নষ্ট, পুকুরে বিষ প্রয়োগ এবং দেশীয় অস্ত্র নিয়ে রাতের আধারে বহিরাগত লোক নিয়ে এলাকার লোককে রাস্তায় ধরে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়া জোর দখল পূর্বক এলাকার শান্তি প্রিয় মানুষের জমি জোর দখল কারার পায়তারা একের পর এক চালিয়ে যাচ্ছে। তাদের ভয়ে গ্রামের অনেকেরই রাতের অন্ধকারে চলাচল কারা বিপদজনক হয়ে পড়েছে। শুধু রাত নয় দিনের বেলায়ও তিনি সামান্য কিছু নিয়ে অপরের সাথে গোলযোগ সৃষ্টি করে এবং পরিবারসহ তিনি দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেন। কানা শফিকুল বিষয়ে জানতে চাইলে অত্র এলাকার বিশিষ্ঠ পল্ট্রি ব্যবসায়ী মো : আব্দুল্লাহ বলেন, শফিকুলের জন্য আমরা এলাকায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। অত্র এলাকার সিরাজুল ইসলাম বলেন, কানা শফিকুল রাতের আধারে গ্রামের শান্তিপ্রিয় মানুষের ফসল নষ্ট করে। অত্র এলাকার মো: আব্দুল হাকিম সানা বলেন কানা শফিকুলের পক্ষে মিথ্যা মামলার স্বাক্ষী দিতে না চাইলে আসামী বানানোর হুমকি দেয়। মো: আশরাফুল ইসলাম বলেন, কানা শফিকুল এলাকার মানুষের নামে একের পর এক মিথ্যা দেয়। আনোয়ারা বেগম বলেন, কানা শফিকুল রাতের বেলায় বহিরাগত লোক নিয়ে এলাকার লোক রাস্তায় ধরে প্রাণনাশের হুমকি দেয়। কানা শফিকুল বিষয়ে অত্র এলাকার মেম্বার মো: লালমিয়া চৌধুরীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, শফিকুল একটি বাজে লোক আমরা তার সাথে একাধিকবার সালিশে বসেছি কিন্তু আজও পর্যন্ত কোন সমাধান করতে পারেনি। সে কারো কথা মানেনা। এবিষয়ে কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কানা শফিকুল খুব বাজে লোক। শুধু আমাদের দল করে বলে কিছু বলতে পারি না। সে যেখানে বসবাস করে তার উৎপাতে ওই এলাকার লোকজন অতিষ্ঠ।