সাতক্ষীরা

সাংসদের স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় মাহমুদপুর আমিনিয়া আলিম মাদ্রাসার গভার্ণিং বডির সভাপতি মোঃ আবু আহমেদের পদ বাতিল

By daily satkhira

July 08, 2017

সাংসদের স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় মাহমুদপুর আমিনিয়া আলিম মাদ্রাসার গভার্ণিং বডির সভাপতি মোঃ আবু আহমেদের পদ বাতিল করা হয়েছে। সাথে সাথে খলিলুল্যাহ ঝড়–কে সভাপতি হিসাবে মনোনয়ন করা হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিষ্ট্রার প্রফেসর মোঃ মজিবুর রহমান গত ৬ জুলাই বামাশিবো/প্রশা/১৩৪/১৯৫৭/৮ স্মারকে এক পত্রে তিনি আদেশ দেন। পত্র সূত্রে জানাগেছে, সদর উপজেলার মাহমুদপুর আমিনিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক দাখিলকৃত আবেদন ও কমিটি গঠন সংক্রান্ত কাগজপত্রের প্রেক্ষিতে বোর্ড হতে ২৬ ডিসেম্বর’১৬ তারিখে বামাশিবো/প্রশা/১৪৮০/২ স্মারকে গভর্নিং বর্ডির অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে সংসদ সদস্য-১০৬, সাতক্ষীরা-২ কর্তৃক ডিও সংসদ সদস্য দপ্তর/১০৬সাত-২/২০১৬/৭১০: স্মারকে, তাং- ৩০ ডিসেমস্বর’১৬ একটি ডিও লেটার প্রেরণ করেন। কিন্তু ডিও লেটার এবং ইতোপূর্বৈ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক দাখিলকৃত সভাপতি মনোয়নের জন্য ৩জন ব্যক্তির নামের তালিকায় প্রদত্ত সংসদ সদস্য-১০৬, সাতক্ষীরা-২ এর স্বাক্ষর দুটি মধ্যে গড় মিল দেখা যায়। অপরদিকে মাদরাসার অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন“এমপি মহোদয়ের জাল স্বাকরে মনোনীথ অযাচিত ব্যক্তিকে সভাপতি পদ হতে অপসারণ পূর্বক এমপি মহোদয় কর্তৃক মনোনীত ব্যক্তিকে সভাপতি হিসাবে মনোনয় প্রসঙ্গে” একটি আবেদন বোর্ডে প্রেরণ করেন। সেখানে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা থাকায় তিনি ১৭ অক্টোব’১৬ থেকে ১৬ নভেম্বর’১৬ পর্যন্ত মাদরাসায় অনুপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়। অধ্যক্ষের আবেদনটি সংসদ সদস্য কর্তৃক প্রদত্ত ডিও লেটার ও সুপারিশ পত্রে প্রদত্ত স্বাক্ষর এবং মাদরাসার সার্বিক বিষয়ে তদন্ত পূর্বক একটি প্রতিবেদন করার জন্য ৩নং স্মারকে সদর উপজেলা নির্বাহী অফিসারকে একটি পত্র প্রদান করা হয়। পত্রের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ২নং স্মারকে একটি প্রতিবেদন প্রেরণ করেন। প্রতিবেদন পর্যালোচনা দেখা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান কর্তৃক বোর্ডের চেয়ারম্যান বরাবর প্রেরিত আবেদনে উল্লিখিত স্বাক্ষরটি এমপি সাহেবের স্বাক্ষর নয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তখন মাদরাসা শিক্ষা বোর্ড প্রবিধানমালা-২০০৯ এর প্রবিধান৩৮(১) এর ক্ষমতাবলে এ দপ্তর হতে অনুমোদিত গভার্ণিং বডির সভাপতি হিসাবে মোঃ আবু আহমেদ এর পদ কেন বাতিল হবে না মর্মে ১নং স্মারকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। কারণ দর্শানোর প্রেক্ষিতে সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের জবাব সন্তোষ জনক না হওয়ায় বোর্ড আবু আহমেদের পদ বাতিল করে খলিল্যুাহ ঝড়–কে সভাপতি মনোনীত করেন। প্রেস বিজ্ঞপ্তি