খেলা

আফগানিস্তানকে ২৩৩ রানে আটকে দিলো বিসিবি একাদশ

By Daily Satkhira

September 23, 2016

ডেস্ক রিপোর্ট: : সকালে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় বিসিবি একাদশ। শুরু থেকেই অধিনায়কের ফিল্ডিং নেয়া  ঠিক হয়েছে প্রমাণ করেছে বোলাররা। বোলারদের চমৎকার বোলিংয়ে শুরুতেই চাপের মুখে পড়েছে আফগানরা। তাদের রানের গতিও বোলারদের নিয়ন্ত্রণে ছিলো। মিডল অর্ডারে নামা হাসমাতুল্লাহ শাহেদির ৬৯ এ ভর করে ৪৯.২ ওভার শেষে সব উইকেটে হারিয়ে আফগানদের সংগ্রহ ২৩৩ রান। প্রথম ৩০ রানে কোন উইকেট নিতে পারেনি বিসিবি একাদশের বোলাররা। কিন্তু তারপরেই বাংলাদেশের ডান হাতি তিন পেসার তিন উইকেট তুলে নেন ১৭ রানের মধ্যে। অষ্টম ওভারে আবু হায়দার তুলে নেন নওরোজ মঙ্গলকে (১০)। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন লিটন দাস। আফগানরা পরের ওভারেই হারায় মোহাম্মদ শাহজাদকে (১৭)। তাকে বোল্ড করে দেন আলাউদ্দিন বাবু। কিছুক্ষণের বিরতির পর বদলী বোলার শুভাশিস রায় শিকার করেন রহমত শাহকে (৮)। অধিনায়ক আসগার স্তানিকজাই ও হাশমাতুল্লা শহিদি এরপর হাল ধরেন। এরপরের ব্যাটসম্যানরা কেউ সুবিধা করতে পারেনি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৫০ এর ঘর পার করেছেন হাসমাতুল্লাহ শাহেদি(৬৯) ।  ৩০ এর ঘর পার করেছেন তিনজন- আসগার স্তানিকজাই(৩১), রাশিদ খান(৩০), মিরওয়াইজ আশরাফ(৩২)। বাংলাদেশের হয়ে আবদুল্লাহ বাবু ও মিরাজ ৩টি করে উইকেট নিয়েছে। ২টি করে উইকেই নিয়েছে আবু হায়দার ও শুভাশিষ রয়।