শিক্ষা

সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলে গাছের ডাল পড়ে গুরুতর আহত এক অভিভাবক

By Daily Satkhira

July 08, 2017

এম. বেলাল হোসাইন : সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে গাছের ডাল পড়ে এক অভিভাবক গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে বিদ্যালয় চত্বরে এঘটনা ঘটে। আহত অভিভাক পলাশপোল এলাকার আইনুল হকের স্ত্রী শারমিনা রিমা(৩০)। বিদ্যালয়ে অবস্থানরত মায়েরা জানান, রিমা’র মেয়ে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। মেয়ে ক্লাসে পাঠিয়ে অভিভাকরা মাঠে অপেক্ষা করার সময় হটাৎ গাছের একটি শুকনা ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে রিমা গুরুত্বর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার মাথায় গুরুত্বর জখম হয়েছে। মাথায় অনেকগুলো সেলাই দিতে হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এদিকে এ ঘটনার খবর পেয়েও প্রধান শিক্ষক আহতকে হাসপাতালে পাঠানোর কোন উদ্যোগ নেননি বা তাকে দেখতে ঘটনাস্থলে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক অভিভাবকক। এঘটনায় বিদ্যালয়ের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “এ বিষয়ে এখনি ব্যবস্থা নেওয়া হবে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল¬াহ আল মামুন বলেন, “আজই বিদ্যালয় চত্বরের গাছগুলোর ডালপালা ছেটে ফেলা হবে।” এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করেন একাধিক অভিভাবক। বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা।