শিক্ষা

দ্বিতীয় দিন শেষে চাপে দক্ষিণ আফ্রিকা স্পোর্টস ডেস্ক

By Daily Satkhira

July 08, 2017

ইংল্যান্ডের গড়া পাহাড়সম রানের জবাব দিতে গিয়ে দ্বিতীয় দিন শেষে চাপে পড়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। লর্ডসে দ্বিতীয় দিনের খেলা শেষে অতিথিদের সংগ্রহ ৫ উইকেটে ২১৪ রান। এখনও ২৪৪ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। দীর্ঘদিন পর দলে ফিরে ব্রড শুরুতেই স্বাগতিক দলকে সাফল্য এনে দেন। ব্রডের চমৎকার এক ডেলিভারিতে হিনো কুহন (১) প্রথম স্লিপে ধরা পড়েন অ্যালেস্টার কুকের হাতে।

দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়েন ডিন এলগার ও হাশিম আমলা। এ জুটি ভাঙেন মঈন আলী। এরপর স্কোরবোর্ডে ২২ রান যোগ করতে আরও ২ উইকেট হারিয়ে চাপে পরে সফরকারীরা। সাজঘরে ফিরেন এলগার (৫৪) ও ডুমিনি (১৫)। এরপর দলের হাল ধরেন বাভুমা ও ডি ব্রুইনের ব্যাটে। দুই ব্যাটসম্যান গড়েন ৯৯ রানের চমৎকার জুটি। দিনের খেলা শেষ হওয়ার মাত্র ১৭ বল আগে ডি ব্রুইনকে ফিরিয়ে অতিথিদের আবার চাপে ফেলেন অ্যান্ডারসন।

এর আগে ৫ উইকেটে ৩৫৭ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু ইংল্যান্ড। তবে মরনে মরকেল, রাবাদার দারুণ বোলিংয়ে ৪৫৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস।